একদিন এই সোনার তরী বয়ে যাবে ……………





 স্বরচিত বাংলা কবিতা


কথা ।।  বর্তমান কলিযুগে  মানুষের মধ্যে দ্বেষ , হিংসা , লোভ ,  মোহ  , কামনা – বাসনার স্প্রীহা এতটাই  প্রবল যে , মানুষ হারিয়েছে তাঁর মনুষ্যত্ব , বিলীন হয়ে গেছে তাঁর আত্মদর্শন ... 
সর্বদাই  মানুষের মন কিছু  স্বাদ  গ্রহনের লালসায় পূর্ণ ।  রজঃ ও  তমঃ  গুণের প্রভাবে , অজ্ঞানতার অন্ধকারে মানুষ কিছু প্রাপ্তির নেশায় উন্মত্ত । তাই বিলীন হয়ে গেছে মানুষের ব্যক্তিসত্তা । তবে কালের নিয়মে , একদিন আবার  ধর্ম প্রতিষ্ঠা হবে ... সেদিন আবার মানুষ  ধর্ম – অধর্মের মাঝে প্রতিষ্ঠা  করবে  সত্যের ......।  



আজ এই সুপ্তলুপ্তপ্রায় জীবনে মানুষ বড় একা
বাস্তব সত্যতা তুলে ধরার প্রাণবন্ত সাহস
মানুষ আজ হারিয়েছে  .........
তাই আজ তারা দিশাহীন
প্রাণের অফুরন্ত জ্বালাও
আজ তাদের হৃদয়কে চূর্ণ – বিচূর্ণ করে দিয়েছে  
মনের গভীরতাও বিলীন হয়ে গেছে 
এই অন্তঃসারশূন্য ব্যক্তিসত্তাকে স্পর্শ করে .........
রাজচক্রের অভিশপ্ত মাটিতে পদার্পণ করে মানুষ
ভুলে যেতে চাই শ্বাশতবাণীকে .........
সামাজিক কুচক্রান্তে মানুষগুলি কঙ্কারসার জড়পদার্থের মত
হাতের তালুতে দুমড়ে – মুচকে
কোথায় যে হারিয়ে যায় ...... সেটিই জিজ্ঞাস্য ?
একদিন এই সুপ্তলুপ্তপ্রায় জীবন হবে জাগ্রত
হয়তো সেদিন মানুষ প্রশ্ন তুলবে
সেই সব  কুচক্রান্তকারীর মস্তকের দামের বিনিময়ে ......
হয়তো সেদিন , এই সোনার তরী বয়ে যাবে
মানুষের অন্তর ভেদ করে ......... ।। 


Arindom  Singha  Biswas

Ex - Xaverian  - St. Xavier’s  School  Haldia   &  St. Xavier’s  College  Kolkata  ( Diploma -  DCAFD )
B. Com ( Accountancy  Honours ) From  Vidyasagar  University
Chartered Accountancy Student  



Comments

Popular posts from this blog

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের Official Signature “ঈশ্বরচন্দ্র শর্মা”

Direct Tax - Rates of Taxation

Content Writing - Indian Mythology ( Vishnu Puran )