অরণ্যের দৃশ্য এখন স্তব্দ ...............
স্বরচিত বাংলা কবিতা রাত্রির অন্ধকারের বুক চিঁরে তোমার মনগভীরে আজ আমি দেখেছি ... তুমি শান্ত – ক্লান্ত দুরন্ত ওড়নাও , আজ নীরব – পাষাণ । বিপুল তটিনীও যেন ...... নির্মম । তোমার দীপ্ত তরুতলে আমি মেলেছি হাত তবুও তুমি নিশ্চল – স্থির । বলো বন্ধু , কি তোমার ব্যথা – বেদনা ? দেখেছি আমি , নতুন পৃথিবী তোমার আঁখিপথে ......... যখন প্রাণবন্ত স্বপ্নের মাঝে আমাকে করেছিলে আহ্বান । তোমার হাত ধরে পৃথিবী দেখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলাম বহুদূর স্বপ্ন পেরিয়ে বাস্তব জগতের দিকে ......... কিন্তু আজ তুমি ... বুঝেছি , তুমি আজও আমার জন্য প্রতীক্ষারত । চল বন্ধু , হাওয়ার তালে তাল দিয়ে ঘুরে আসি কত দুঃখ , কত ব্যথা মুছে আসি । অথবা চল বন্ধু , নতুন পথে পা ফেলে ...... সৃষ্টির জন্মইতিহাস লিখে আসি ।। Arindom Singha Biswas Ex - Xaverian - St. Xavier’s School Haldia & St. Xavier’s College Kolkata ( Diploma - DCAFD ) B. Com ( Accountancy Honours )...