দেবদাস .........
স্বরচিত বাংলা কবিতা কথা ।। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস চরিত্র এক অন্যতম অবদান । জীবনে সে ভোগ বিলাস , ঐশ্বর্য, আড়ম্বর সব পেয়েও কিছু প্রাপ্তির নেশায় উন্মত্ত । এই প্রাপ্তিপিপাসুতায় হল ভালোবাসা – প্রেম । এই ভালোবাসার অতৃপ্ততাই তাকে নিয়ে গেছে মৃত্যুমুখী ভয়ঙ্কর পরিণতির দিকে ......। কেন এই অতৃপ্ত যন্ত্রণা ? কেনই বা সে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই ? এ বুঝবার মত ক্ষমতা হয়তো আমাদের নেই । তবুও , যতটুকু বুঝেছি , তাতে মনে হয় পার্বতী তার ধ্যান – জ্ঞান । কিন্তু সামাজিক দায়বদ্ধতা তাকে করেছে প্রবঞ্চনা । যন্ত্রণা যত তীব্র হয় , ভালোবাসাও ততো কাঙ্ক্ষিত মাত্রা ছাড়িয়ে আরও প্রকট হয় ......... । কিন্তু হায় ! অসহায় তার প্রকৃত ভালোবাসার প্রেরণা । যদিও চন্দ্রমুখীর রূপ – গুণ আবার তাকে ভালোবাসার প্রেরণা যোগায় , কেননা দেবদাস চন্দ্রমুখীর রূপ – গুণের মধ্যেই পার্বতীর উপস্থিতি লক্ষ্য করেই বারংবার খুঁজে পেতে চেয়েছিল তার অতৃপ্ত ভালোবাসাকে ......। কবিতা ।। আলো আঁধারের মাঝখানে দাঁড়িয়ে শুধু অন্তরে ব্যকুলতা - আর মনের আনাচে কানাচে পারু – পারু – পা...